Monday, December 9, 2019

1984 - George Orwell

0 comments


Time পত্রিকা ১৯২৩ থেকে প্রকাশিত একশটি শ্রেষ্ঠ ইংরেজি ভাষার উপন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করে 1984 উপন্যাসটিকে George Orwell এর উপন্যাসের বিষয়বস্তু মূলত Ingsoc ওশেনিয়ার ইনার পার্টি আউটার পার্টির প্রোপাগাণ্ডা সামাজিকভাবে রক্তপাতহীন জুলুম ছিলো অন্য মাত্রার উপন্যাসের মূল চরিত্র আউটার পার্টির উইনস্টন স্মিথ সে সঠিক ইতিহাসের সাথে পার্টিজান রঙ লাগিয়ে আনকোরা ঐতিহাসিক বয়ান তৈরি করতো আর এটাই ছিলো তার কাজ সার্বক্ষণিক নজরদারির মধ্যে থেকেও কীভাবে বিদ্রোহের আগুন জ্বলে উঠতে পারে- তাই ফুটে উঠেছে এতে
 
এই আন্ত দেশীয় মহারাষ্ট্রে প্রতিজন মানুষকেই টেলিস্ক্রিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো, নজরদারি করা হতো। বিদ্রোহ দমন আদর্শ পুশ করার হাতিয়ারের রূপক ছিল একটা পোস্টার। পোস্টার দেশের সব জায়গায় লাগাতো পার্টি। সেখানে তাদের পার্টি প্রধানের ছবি থাকতো (সে ব্যক্তি আসলেই ছিলো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে) মোনালিসার মতো ৩ডি কিন্তু আগ্রাসী দৃষ্টি এবং নিচে লিখা- "BIG BROTHER IS WATCHING YOU!"



বাকিটা বইয়েই পড়ুন। ডাউনলোড করতে ক্লিক করুন- এখানে

No comments:

Post a Comment