গত সহস্রাব্দির সবচেয়ে আলোচিত ও দুনিয়া কাঁপানো মতাদর্শ সমাজতন্ত্র।
আমাদের এ ভূখন্ডে চিকামারা আন্দোলন করা এক প্রজাতি দেখা যায় যাদের মুখে প্রায়ই পুঁজিবাদের মৃত্যুসংবাদ, সরকারের শিক্ষার ব্যাপারে দায়িত্ব ও যেকোনো ইস্যুতে হুংকার আমরা শুনি। সমাজতন্ত্রের সাথে বাংলার অধিকাংশ মানুষের পরিচয় এট্টুকই।
কাগজে কলমে না হলেও বাস্তবতা হলো বর্তমান বিশ্বের কোথাও সহীহ সমাজতন্ত্র প্রতিষ্ঠিত নেই। কিন্তু আজও এ কম্যিউনিস্ট জুজুর ভয় পেতে দেখা যায় পুঁজিবাদী সাম্রাজ্য আমেরিকাকে। এখনও তাদের মুভি, মাস মিডিয়ার সাহায্যে বিষোদগার করা হয় লাল পতাকার বিরুদ্ধে। অথচ একসময় সমাজতন্ত্র ছিলো। সোভিয়েত, চীনসহ অনেক স্থানেই। সর্বশেষ সমাজতন্ত্র ছিলো কিউবায়।
সমাজতন্ত্রের ব্যাপারে মন্তব্য করেছেন প্রফেসর র্যামন্ড এরণ- তার The opium of intellectuals এঃ
‘মার্কসবাদী একনায়কতন্ত্রের দুঃশাসন স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছে, চিন্তাকে গলাটিপে হত্যা করেছে, উন্নত জীবন ও উত্তম ভবিষ্যতের নৈতিক আকাঙ্ক্ষা ও উদ্যমকে বিনষ্ট করেছে"
কিন্তু আজও আমরা আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনেককেই সমাজতন্ত্রকে যৌক্তিক সমাধান হিসেবে দেখি। তাদের অবস্থান আছে ফিলিস্তিন, সিরিয়া সহ অনেক ওয়ারফ্রন্টে। অনেকেই মার্কসকে সঠিকভাবে পাঠ করার মধ্যেই দেখেন সমাধান।
আসলেই কী সমাধান এনে দিয়েছিলো সমাজতন্ত্র? পৃথিবীটা কেমন ছিলো তাদের হাতে?
জানার জন্য আপনাকে পড়তেই হবে "The Black Book of ommunism."
তো আর দেরি কেন? পুরো বই ডাউনলোড করতে ক্লিক করুন- এখানে ।